পঞ্চগড়ের দেবীগঞ্জ বন বিভাগের আওতাধীন বিভিন্ন বন বাগান পাহারা দেয়ার জন্য পেট্রোলিং ডিউটির সদস্যদের পোশাক দেয়া হয়েছে। বুধবার (২ অক্টোবর) দেবীগঞ্জ রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে তাদের এ পোশাক দেয়া হয়।
এসময় পেট্রোলিং ডিউটির ১৮ জন, বুক কিপার জরিপ ইসলাম বাবু, সামাজিক বনবিভাগের সুফল প্রকল্পের সভাপতি সফিউর রহমান মুক্তা, সদস্য সচিব ও দেবীগঞ্জ সদর বিট কর্মকর্তা রিয়াজুল হাসনাত, ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা আব্দুল কাদের, নতুন যোগদানকৃত রেঞ্জ কর্মকর্তা নিশি কান্ত মালাকার উপস্থিত ছিলেন।
দেবীগঞ্জ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা নিশি কান্ত মালাকার জানান, বন বিভাগের গার্ডরা রাতের অন্ধকারে গাছ পাহারা দেয়ার সময় অবৈধভাবে গাছ কেটে নেয়া ব্যক্তিদের দ্বারা হামলার শিকার হন। গার্ডদের চিহ্নিত করতেই এ পোষাক দেয়ার উদ্যোগ নেয়া হয়। গার্ডরা এ পোশাক পড়েই বন বিভাগের গাছ পাহারা দিবে।
টিএইচ